অর্গানিক মাকা পাউডার তৈরী হয়ে অর্গানিক উপায়ে উৎপাদিত মাকা উদ্ভিদ মূল থেকে। মাকা আন্দিজ পর্বতের উচু ভূমিতে কয়েক শতাব্দী ধরে চাষ করা হয়। এটি দেহের শক্তি উৎপাদনকারী বৈশিষ্ট্যের জন্য বহু শতাব্দীধরে ব্যবহৃত হয়ে আসছে। এমনকি যুদ্ধের আগে ইনকান সৈন্যদের মাকা রুট খেত। নারী পুরুষের সেক্সুয়াল হেলথের উন্নতি এবং দেহ ও মনের শক্তি বাড়াতে উপকারী এই সুপারফুড বিশ্ব জুড়ে আজও অনেক জনপ্রিয় । পুষ্টিগুন: নেচারিয়া অর্গানিক মাকা পাউডার ভিটামিন, মিনারেলসে ভরপুর মাকা পাউডার শক্তির একটি চমৎকার উৎস। বিশেষ করে ভিটামিন সি, ভিটামিন বি৬, বি-২, জিংক কপার ও আয়রন এর মাত্রা উল্লেখযোগ্য। পাশাপাশি এতে রয়েছে প্রচুর এন্টি অক্সিডেন্টাল ও এন্টি ইনফ্লেমেটরী এডেপ্টজনিক ভেষজ উপাদান। তাই একে পেরুভিয়ান জিন্সন বলা হয়।